কমলগঞ্জে মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা এলাকায় ফলগাছসহ ১০০ লেবু গাছ উপড়ে ফেলে দেয় দুর্বৃত্তরা। রোববার রাতে পাত্রখোলা চা বাগান সংলগ্ন বনগাঁও গ্রামের ধলাই নদীর তীরে এ ঘটনাটি ঘটে।
আদমপুর ইউনিয়নের প্রয়াত সাবেক ইউপি সদস্য ইউসুফ আলীর ছেলে কৃষক ইদ্রিছ আলী পাত্রখোলা চা বাগানের স্বপন মুন্ডাসহ কয়েকজনের কাছ থেকে ৯০ শতক জমি বর্গা নিয়ে ৫ মাস আগে ওই জমিতে আলু ও সবজির সঙ্গে ৫ শতাধিক লেবু গাছের চারা রোপণ করেন। নিয়মিত পরিচর্যার কারণে লেবু গাছগুলোতে ফলন আসে। রোববার রাতের আঁধারে দুর্বৃত্তরা বাগানের শতাধিক লেবু গাছ ফলসহ উপড়ে ফেলে দেয়।
মন্তব্য করুন