- সিলেট বিভাগ
- হেলপারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সিলেট বিভাগ
বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টা
হেলপারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সুনামগঞ্জ প্রতিনিধি |
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০ । ০০:০০
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০ । ০০:০০রশিদ সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গিরচর গ্রামের হাবিব আহমদের ছেলে। গত রোববার গভীর রাতে সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাস মালিকের সহায়তায় জেলার ছাতক উপজেলার বুরাইরগাঁও গ্রামে রশিদের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
গত শনিবার সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে যাচ্ছিলেন ওই কলেজছাত্রী। এক পর্যায়ে বাসে একা হয়ে গেলে চালক ও হেলপার তাকে ধর্ষণের চেষ্টা করলে তিনি চলন্ত বাস থেকেই লাফিয়ে পড়েন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মন্তব্য করুন