প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
দুর্বার মুক্ত স্কাউট দল বড়লেখা এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে সোমবার বড়লেখা
পৌর শহরে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় মস্তকিন আলী ম্যানসনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দুর্বার মুক্ত স্কাউট দলের গ্রুপ সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন। দুর্বার মুক্ত স্কাউট দলের ইউনিট লিডার তৌফিকুল ইসলাম আবিরের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা স্কাউটসের সম্পাদক শিক্ষক রিয়াজুল ইসলাম, দুর্বার মুক্ত স্কাউট দলের সম্পাদক শিক্ষক লুৎফুর রহমান চুন্নু প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত সবাই পরিবেশ রক্ষার শপথ নেন।