- সিলেট বিভাগ
- পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
সিলেট বিভাগ
পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
সিলেট ব্যুরো
গণিত বিভাগের মাস্টার্স পরীক্ষার্থী আব্দুর রহিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এমসি কলেজের সভাপতি সাদিয়া
নৌশিন তাসনিম, পঙ্কজ চক্রবর্তী, মাহফুজ হামিদ, মাস্টার্স পরীক্ষার্থী মোহাম্মদ হোসাইন, মনিরা ইয়াসমিন, আব্দুল্লাহ আল সাহেদ, সাজ্জাদ হুসেন প্রমুখ।
মানববন্ধনে একাত্মতা ও সংহতি প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগ এমসি কলেজ শাখা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। মানববন্ধন
শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা
এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদের সঙ্গে সাক্ষাৎ
করে লিখিতভাবে তাদের দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেন।
এ সময় অধ্যক্ষ সালেহ আহমদ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের দাবি যথাযথ কর্তৃপক্ষ বরাবরে পাঠাবেন বলে আশ্বাস দেন।