হবিগঞ্জ পৌরসভা নির্বাচনেও একজন যুবনেতাকে মেয়র পদে নৌকা দিয়েছেন শেখ হাসিনা। আতাউর রহমান সেলিমকে পৌরসভার মেয়র নির্বাচন করলে হবিগঞ্জ শহর হবে সিলেট বিভাগের মডেল। বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের বেবিট্যাক্সিস্ট্যান্ড মোড়ে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের নৌকার সমর্থনে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর যুবলীগের আহ্বায়ক ডা. ইশতিয়াক রাজ চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. রেজাউল কবির ও মশিউর রহমান চপল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মুকিত চৌধুরী, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ প্রমুখ।
মন্তব্য করুন