- সিলেট বিভাগ
- মুক্তিযোদ্ধা লেখক বজলুল মজিদ অন্তিমশয়নে
সিলেট বিভাগ
মুক্তিযোদ্ধা লেখক বজলুল মজিদ অন্তিমশয়নে
বৃহস্পতিবার বাদ জোহর সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ এবং ষোলঘর জামে মসজিদে জানাজা শেষে ষোলঘর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। দাফনের আগে সকাল সাড়ে ১০টায় তার দীর্ঘদিনের কর্মস্থল জেলা আইনজীবী সমিতি চত্বরে, বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে, সোয়া ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে এবং সবশেষে সুনামগঞ্জ পৌরসভা চত্বরে বিদায়ী শ্রদ্ধা জানান সর্বস্তরের নাগরিকরা।
বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু বুধবার দুপুর আড়াইটায় হৃদরোগে আক্রান্ত হয় মৃত্যুবরণ করেন। বিভিন্ন সামাজিক আন্দোলনে সক্রিয় এই মুক্তবুদ্ধিজন ১৯৫২ সালের ২ এপ্রিল ষোলঘরে জন্মগ্রহণ করেন।
মন্তব্য করুন