
চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আলম জানান, শিপনসহ দুইজন মোটরসাইকেলে করে চুনারুঘাট থেকে মাধবপুর যাচ্ছিলেন। তারা সুরমা চা বাগান এলাকায় পৌছলে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা দুইজন ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই শিপন মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোস্তফা জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন