- সিলেট বিভাগ
- অপচিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর অভিযোগ
সিলেট বিভাগ
অপচিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর অভিযোগ
হবিগঞ্জ প্রতিনিধি |
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২১ । ০০:০০
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২১ । ০০:০০উপজেলার কামালপুর গ্রামের রইছ উদ্দিন তার অন্তঃসত্ত্বা স্ত্রী তাসলিমা আক্তারকে নিয়ে শুক্রবার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে যান। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হলেও মায়া রানী ও তার দালাল চক্র তাদেরকে ফুসলিয়ে মায়া রানীর বাসায় নিয়ে নরমাল ডেলিভারি করায়। সেখানে মৃত সন্তান প্রসবের পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এর ঘণ্টাখানেকের মধ্যেই মারা যান তাসলিমা।
অভিযুক্ত মায়া রানী সরকার বলেন, ডেলিভারির সময় কোনো অপচিকিৎসা হয়নি। ডেলিভারি নরমাল হয়েছে। এ সময় কোনো রক্তক্ষরণ হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মনির হোসেন জানান, অতিরিক্ত রক্তকরণের ফলেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিষয় : মৃত্যুর অভিযোগ
মন্তব্য করুন