- সিলেট বিভাগ
- আশ্রয়ণের ঘর দেখে প্রশংসা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের
সিলেট বিভাগ
আশ্রয়ণের ঘর দেখে প্রশংসা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি |
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২১ । ০০:০০
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২১ । ০০:০০এ সময় সিলেট বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) তানিয়া সুলতানা, এডিএম রোমানা ইসলাম, জেলা অ্যাডিশনাল এসপি সুদর্শন রায়, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন, কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুখ্য সচিবের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন উপলক্ষে প্রকল্পের উপকারভোগীদের জীবনমান উন্নয়নে উপজেলা কৃষি, যুব উন্নয়ন, প্রাণিসম্পদ অফিসের যৌথভাবে গৃহীত বেশ কয়েকটি প্রকল্প চালু করা হয়। সচিব এসব প্রকল্প কাজের উদ্বোধন করেন।
উপকারভোগীদের জীবনমান উন্নয়নে কৃষি, গবাদি পশু পালন, সেলাই প্রশিক্ষণে এসব প্রকল্প কাজ করবে। এর মাধ্যমে উপকারভোগীরা প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে সহজ শর্তে ঋণ সুবিধা নিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবে বলে জানান সংশ্নিষ্টরা।
বিষয় : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
মন্তব্য করুন