সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা নিরসনে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান। এ সময় মুক্তিযোদ্ধারা মধ্যনগরে একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের দাবি ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সেসঙ্গে মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মতবিনিময় সভায় গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদিরের পরিচালনায় বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুওয়ানুল হালিম, বীর মুক্তিযোদ্ধা সুলতান মজুমদার, আব্দুল জব্বার, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন নূরী, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসাইন প্রমুখ।
মন্তব্য করুন