- সিলেট বিভাগ
- কমলগঞ্জে মৌমাছি পালন বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
সিলেট বিভাগ
কমলগঞ্জে মৌমাছি পালন বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি |
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২১ । ০০:০০
প্রকাশ: ২৮ নভেম্বর ২১ । ০০:০০কমলগঞ্জ ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি, লেখক-গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিত রায়, জাইকার উপজেলা ফ্যাসিলেটর মুজিবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক শাহাজান মানিক, উপজেলা মধুচাষি উন্নয়ন পরিষদের সভাপতি আলতাফ মাহমুদ বাবুল, মধুচাষি সুমন রঞ্জন দাস, রীনা বেগম, মাওলানা মোছাব্বির আলী প্রমুখ।
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলায় মধু চাষের বিশাল সম্ভাবনা রয়েছে। কমলগঞ্জের মধুচাষিদের আরও দক্ষ করে গড়তে এ উপজেলায় মধু চাষ প্রশিক্ষণ কেন্দ্র করার বিষয়ে সংশ্নিষ্ট মন্ত্রণালয়ে ইতোমধ্যে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে।
বিষয় : মৌমাছি পালন
মন্তব্য করুন