সিলেটের বিশ্বনাথ পৌরসভা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল জলিল জালালকে আহ্বায়ক করে ৬৯ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন ও বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহব্বত আলীকে। নতুন দায়িত্বপ্রাপ্তদের আগামী ৩ মাসের মধ্যে পৌর শহরের সব ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

শুক্রবার রাতে দলের অস্থায়ী কার্যালয়ে এক সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি

খান ও সাধারণ সম্পাদক

(ভারপ্রাপ্ত) ফারুক আহমদ কমিটি ঘোষণা করেন।

আহ্বায়ক কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- সদস্য বশির আহমদ, মাহবুবুর রহমান লিলু, এআর চেরাগ আলী, ফারুজ খান, আবদুর রহিম মেম্বার, আবদুর রব, আবদাল মিয়া, সুফি সামসুল ইসলাম, রফিক হাসান, মাসুদ আহমদ, অধ্যাপক আবদুস শহিদ, রফিক আলী মেম্বার, জহুর আলী মেম্বার, আবদুল তাহিদ, গিয়াস উদ্দিন, আবদুল হক, মাস্টার আবদুল খালিক, নুরশেদ মিয়া, শানুর আহমদ, আবদুস সালাম, মুজিবুর রহমান, ইয়াছিন আলী, রহমত আলী মেম্বার, শংকর দাশ শংকু, জামাল আহমদ, আশিক আলী, আবদুল হাই আবুল, মনোহর হোসেন মুন্না, সুহেল তালুকদার, নুরুল ইসলাম, মোতাহির আলী নেওয়ার, আবদুল ওদুদ মেম্বার, তাজুল খান, গোলাম মোস্তফা হেলাল, শাইস্তা মিয়া, বারাম উদ্দিন, রাজু আহমদ খান, জাবেদ আহমদ, নিম্বর আলী, ওমর খান বাবু প্রমুখ।

মন্তব্য করুন