ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি |
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২২ । ০০:০০
প্রকাশ: ২২ জানুয়ারি ২২ । ০০:০০দীর্ঘদিন ধরে ছাতক পৌরসভা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য। এসব অটোরিকশার কারণে যানজট ও দুর্ঘটনা এখন নিত্যদিনের সঙ্গী। শহরের পশ্চিম বাজার, খেয়াঘাট, ট্রাফিক পয়েন্ট, মহাপ্রভুর আখড়াসহ বিভিন্ন এলাকায় শহরবাসীর বিড়ম্বনার শেষ নেই।
শহরের বাসিন্দারা জানান, বেশকিছু অটোরিকশা এখন অপ্রাপ্ত বয়স্ক শিশু শ্রমিকের হাতে। শহরের ট্রাফিক পয়েন্ট, পশ্চিম বাজার, বৌলা, নোয়ারাই, ফকির টিলা, কুমনা, হাজীবাজারসহ বিভিন্ন এলাকায় রয়েছে বেশ কয়েকটি অটোরিকশা স্ট্যান্ড।
এসব স্ট্যান্ড থেকে কয়েক শতাধিক অটোরিকশা চলাচল করছে। সম্প্রতি পৌরসভার পক্ষ থেকে অভিযান চালিয়ে এসব অবৈধ অটোরিকশা আটক করা হলেও এর চলাচল থেমে নেই।
বিষয় : অটোরিকশা
মন্তব্য করুন