মুন্সীগঞ্জের সিরাজদীখানের কেয়াইন ইউনিয়নের কাউয়ামোড়া গ্রামে শ্মশানখোলায় গত রোববার  রাতে মন্দিরে ঢুকে করে সত্যনারায়ণ ও শনিদেবের প্রতিমা ভেঙে  ফেলেছে দুর্বৃত্তরা।

এ সময় মন্দিরের মূল্যবান পিতল ও তামার বাসন, গ্লাস, স্বর্ণের চেইন, গায়ে লটকানো চান্দিসহ প্রায় ১০ হাজার টাকার মালপত্র চুরি হয়েছে। মন্দিরের সেবায়েত মেঘ রানী রাজবংশী বলেন, আমি রোববার রাত ৭টায় মন্দিরের গেট ও দরজা বন্ধ করে বাড়িতে যাই। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টায় এসে মন্দিরের সত্যনারায়ণ ও শনিদেবের বিগ্রহের মাথা ভাঙা দেখতে পেয়ে সবাইকে মন্দিরে আসতে বলি।

সিরাজদীখান থানার ওসি (প্রশাসন) মো. আবুল কালাম বলেন, দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য করুন