প্রকাশ: ০৮ জুলাই ২০১৮
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
একদল পুলিশ গভীর রাতে কালীগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের মুনসুরপুর গ্রামে অভিযান চালিয়ে রাজীব শেখকে গ্রেফতার করে। তার শরীরে তল্লাশি চালিয়ে দুটি স্টিলের অটোগিয়ার চাকু উদ্ধার করা হয়। পরে পুলিশ রাজীবকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গিয়ে তল্লাশি চালালে একটি চায়নিজ কুড়াল ও ৫৩ পিস ইয়াবা উদ্ধার করে। এদিকে অভিযান পরিচালনা করতে গিয়ে কালীগঞ্জ থানার এসআই মো. আলাল উদ্দিন বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ লাল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। অন্যদিকে নাগরী ইউনিয়নের উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মাওলা বিতুল গ্রাম থেকে ২০ পিস ইয়াবাসহ জুয়েল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।