প্রকাশ: ১৪ মার্চ ২০১৯
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
কয়েকদিন আগে কালাপাহাড়িয়া গ্রামের নুরালম অটোরিকশার চাকা নষ্ট হয়ে যাওয়ায় একই গ্রামের অটো গ্যারেজ মালিক শফিকুলের কাছে ঠিক করতে নিয়ে যান। এ সময় অটোরিকশাটি আপাতত চালানোর জন্য শফিকুল গ্যারেজ থেকে আরেকটি চাকা নুরালমকে দিয়ে নষ্ট চাকাটি ঠিক করার জন্য রাখেন। মঙ্গলবার সন্ধ্যায় ঠিক করতে দেওয়া সেই চাকা নিতে গ্যারেজে গেলে তার অটো থেকে তাকে দেওয়া ওই চাকা খুলতে যান শফিকুল। কিন্তু নুরালম তার চাকা না দিয়ে অটোতে লাগানো চাকা খুলতে নিষেধ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শফিকুল গ্যারেজ থেকে রড এনে নুরালমকে পিটিয়ে সড়ক থেকে নিচে ফেলে দেন। আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় নুরালমকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।