প্রকাশ: ০৯ জুন ২০১৯
সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বেরুলে মাদ্রাসাছাত্রীকে অপহরণ করার উদ্দেশ্যে একটি পিকআপভ্যানে ওঠানোর চেষ্টা চালায় সেলিম খন্দকার হৃদয় নামের ওই বখাটে। এ সময় ছাত্রীর চিৎকারে তার পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে আসেন। এতে বখাটে সেলিম পালিয়ে গেলেও পিকআপভ্যানের চালক টুটুল হাওলাদারকে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশের কাছে তাকে সোপর্দ করেন তারা।
সিরাজদীখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, এ ঘটনায় শুক্রবার সংশ্নিষ্ট থানায় মামলা করা হয়েছে। অপহরণ চেষ্টার হোতা সেলিম খন্দকার হৃদয়কে গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পিকআপভ্যানের চালক টুটুল হাওলাদারকে আদালতে পাঠানো হয়েছে।