কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি |
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০ । ০০:০০
প্রকাশ: ০৬ এপ্রিল ২০ । ০০:০০এলাকাবাসী জানায়, শনিবার রাত সাড়ে ৩টার দিকে ৫-৬ চোর একটি ট্রাক নিয়ে দক্ষিণ মৌচাক গ্রামের হারুনুর রশিদের বাড়িতে ঢোকে। পরে তার গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু নিয়ে ট্রাকে তোলে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয় গ্রামবাসী চোর ও ট্রাকটি ধরার জন্য ধাওয়া করলে তারা গরু তিনটি ট্রাকে তুলে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এর আগেও গত মাসের প্রথম সপ্তাহের দিকে সিনাবহ ও মাঝুখান এলাকা থেকে আর ৬-৭টি গরু চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
গরুর মালিক হারুনুর রশিদ জানান, গরু চুরি করে নিয়ে যাওয়ার পর মৌচাক পুলিশ ফাঁড়িকে জানানো হলেও পুলিশ চোরদের আটক করতে পারেনি। ওই তিনটি গরুর মূল্য তিন লাখ টাকার বেশি। এ বিষয়ে কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
মন্তব্য করুন