মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৮
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
রবিউল ইসলাম গাইবান্ধার সাদুল্যাপুর থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই)।
মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক জানান, দিনাজপুরের বিরল উপজেলার গ্রামের বাড়ি থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে কর্মস্থলে ফিরছিলেন রবিউল। পথে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের মিঠাপুকুরে হাসনাহেনা ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তার স্ত্রী নাজমিন বেগম ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন এএসআই রবিউল। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।