গোবিন্দগঞ্জে ব্যবসায়ী নিখোঁজ
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৮
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
জানা যায়, আজমল হক মঞ্জু নামের এক টিন ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। সোমবার সকালে উপজেলার ফাসিতলা বাজারে গিয়ে নিখোঁজ হন তিনি। আজমল হক গোবিন্দগঞ্জ পৌর শহরের মেসার্স আবির ট্রের্ডাসের স্বত্বাধিকারী। সন্ধ্যায় ব্যবসায়ী আজমল হকের মোবাইল ফোন বন্ধ পায় তার পরিবার। ফোন বন্ধ থাকায় তার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রাতেই তার স্ত্রী গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ রাতেই সুজনের চায়ের দোকানের সামনে থেকে তার ব্যবহূত মোটরসাইকেল উদ্ধার করে। সেইসঙ্গে চা দোকানদার সুজনকে পুলিশ জিজ্ঞাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে।