খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজশাহীতে অনশন
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৮
রাজশাহী ব্যুরো
নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে অনশনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, যুবদল সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন, সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত প্রমুখ।
সভায় বক্তারা বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছে। তার সুচিকিৎসা প্রয়োজন; কিন্তু তা হচ্ছে না। অন্যায়ভাবে কারাগারে আদালত বসিয়ে বিচারের নামে প্রহসন করা হচ্ছে।