দিনাজপুরে ভুয়া গোয়েন্দা কর্মকর্তা আটক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৯
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে প্রতারণা করার সময় এক ভুয়া গোয়েন্দা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে বিজিবি-পুলিশের আইডি কার্ড ও দুটি বেতার যন্ত্র (ওয়াকিটকি) উদ্ধার করা হয়েছে।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ওতপেতে থাকে। এ সময় মিলন নামে এক ব্যক্তি গোয়েন্দা কর্মকর্তা সেজে প্রতারণার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।
এ সময় তার কাছ থেকে বিজিবি, পুলিশসহ বিভিন্ন আইডি কার্ড এবং দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। আটক মিলন জেলার বিরল উপজেলার মোখলেছপুর গ্রামে মনসুর আলীর ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ওতপেতে থাকে। এ সময় মিলন নামে এক ব্যক্তি গোয়েন্দা কর্মকর্তা সেজে প্রতারণার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।
এ সময় তার কাছ থেকে বিজিবি, পুলিশসহ বিভিন্ন আইডি কার্ড এবং দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। আটক মিলন জেলার বিরল উপজেলার মোখলেছপুর গ্রামে মনসুর আলীর ছেলে।