প্রকাশ: ০৮ জুলাই ২০১৯
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শিমলা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ওয়াজেদ আলী জানান, শিমলা খালের দু'পাশে শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমলা মাদ্রাসা ও গাঁড়াবাড়ি মাদ্রাসার সহস্রাধিক শিক্ষার্থীকে প্রতিদিন চন্দিকাদহ খেয়াঘাট পার হয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। খেয়াঘাটের দু'পাশে কোনো যাত্রীছাউনি নেই। বৃষ্টির দিনে এসব শিক্ষার্থী ও পথচারীর দুর্ভোগ তখন চরমে ওঠে। ওয়াজেদ আলী আরও জানান, এলাকার আলী গ্রাম, রহিমপুর, বিনায়েকপুর, শিমলা, মোড়দহ, গাঁড়াবাড়ি, মালিপাড়া, ধরইল, রাহুলিয়াসহ অন্তত ২৫ গ্রামের মানুষ প্রতিদিন এই খেয়াঘাট পেরিয়ে উপজেলা সদরসহ সিরাজগঞ্জ জেলা সদরে যাতায়াত করে থাকেন। এখানে একটি সেতু নির্মাণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্তু এ দাবি আমলে নেয়নি কেউই।
এ ব্যাপারে বাঙ্গালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল রানা জানান, চন্দিকাদহ খেয়াঘাটে জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের জন্য ইউনিয়ন পরিষদ থেকে স্থানীয় সংসদ সদস্যের একটি ডিও লেটার নিয়ে এলজিইডির প্রধান কার্যালয়ে সড়ক ও সেতু নির্মাণের আবেদন করা হয়েছে।
এ বিষয়ে এলজিইডির উল্লাপাড়া অফিস প্রধান উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, বাঙ্গালা ইউনিয়ন পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে শিমলা খালের ওপর একটি সেতু নির্মাণের প্রস্তাব তার দপ্তর থেকে এরই মধ্যে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবিত সেতুটি প্রায় দেড়শ' ফুট লম্বা হওয়ার কারণে এখানে অর্থের পরিমাণ দাঁড়াবে বেশি। ফলে এটি একনেকের বৈঠকে অনুমোদন না হওয়া পর্যন্ত এই সড়ক ও সেতুর জন্য অর্থ বরাদ্দ পাওয়া যাচ্ছে না।