- উত্তরাঞ্চল
- ভারতীয় হজমের পাউডার খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ
উত্তরাঞ্চল
ভারতীয় হজমের পাউডার খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ
প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯
জয়পুরহাট প্রতিনিধি
ওই স্কুলের প্রধান শিক্ষিকা আফরিনা খাতুন জানান, স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুশরাত এক সপ্তাহ আগে এক ফেরিওয়ালার কাছ থেকে এক প্যাকেট ভারতীয় হজমের ইনো পাউডার কিনেছিল। শনিবার সেই পাউডার নিয়ে নুশরাত স্কুলে এসে দুপুরে টিফিনের সময় আট শিক্ষার্থী মিলে পানিতে মিশিয়ে পান করে। পরে ক্লাস শুরু হলে তারা পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করে। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় স্কুলের শিক্ষকরা তাদের দ্রুত জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।