- উত্তরাঞ্চল
- আক্কেলপুরে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন
উত্তরাঞ্চল
আক্কেলপুরে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯
জয়পুরহাট প্রতিনিধি
উপজেলার আবাদপুর গ্রামের বিনছের আলী মণ্ডলের ছেলে শাকিল হোসেন একই গ্রামের লবির উদ্দিনের মেয়ে লাইলি খাতুনকে পরিবারের অমতে বিয়ে করে। বিয়ের কয়েক মাস পর লাইলি তার বাবার বাড়ি থেকে ৬০ হাজার টাকা এনে দেয় শাকিলকে। এরপর শাকিল আরও টাকার জন্য চাপ দেয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে লাইলিকে মারধর করে। গত রোববার যৌতুকের টাকা নিয়ে ঝগড়ার একপর্যায়ে শাকিল লাইলিকে বেধড়ক পেটায়। পরদিন সোমবার বিকেলে শাকিলের চাচাতো ভাই বেলাল হোসেন লাইলিকে বেধড়ক পেটায়। এতে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় রাতেই লাইলিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
লাইলি খাতুন বলেন, শাকিলের পরিবার শুধু টাকা চায়। আমি এই নির্যাতনের বিচার চাই।
শাকিলের ভাই বেলাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, সেদিন আমার ভাই শাকিল তার বউকে মেরেছিল, আমি মারিনি।
এ ব্যাপারে শাকিলের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে সে বক্তব্য দিতে রাজি হয়নি।
আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।