প্রকাশ: ২২ নভেম্বর ২০২০
দিনাজপুর প্রতিনিধি
গতকাল শনিবার দুপুরে জেলার বিরল উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরল ইউএনও সোয়াইব হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দীক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।