প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ওই এলাকার রফিকুল ইসলাম জানান, খোঁচাবাড়ী এলাকায় ছলিম মিস্ত্রি তার দুই একর জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন। ওই জমিতে সরিষা আবাদ করেন ছলিম। সম্প্রতি ওই এলাকার সহিদুল ইসলাম মেম্বার ওই জমির মালিকানা দাবি করেন। এ নিয়ে বিবাদ সৃষ্টি হয়। রোববার ছলিম মিস্ত্রিসহ তার লোকজন সরিষা তুলতে গেলে সহিদুল মেম্বারের লোকজন বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন বাকিনুর ইসলাম (৩০)। আহত হন জহুরুল হক, খলিল উদ্দিন, আজিমুদ্দিন, বেলাল হোসেন ও আমিনুর। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, নিহতের চাচা খলিলুর রহমান বাদী হয়ে ২৮ জনের নামে মামলা করেছেন। একজনকে আটক করা হয়েছে।