প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১
ঠাকুরগাঁও প্রতিনিধি
বুধবার দুপুরে এ রায় দেন বিচারক মামুনুর রশিদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইমতিয়াজ ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়া এলাকার ও যাবজ্জীবনপ্রাপ্ত আসাদ কলেজপাড়া এলাকার বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১ আগস্ট শহরের মুন্সিপাড়ায় নববধূ ফারজানা আক্তার মুমুকে পরিকল্পিতভাবে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখেন ইমতিয়াজ হোসেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তে দণ্ডপ্রাপ্তদের নাম অন্তর্ভুক্ত হয়। মৃত্যুদ প্রাপ্ত ইমতিয়াজ হোসেন কারাগারে ও তার সহযোগী যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসাদ হোসেন পলাতক রয়েছেন।