- উত্তরাঞ্চল
- রূপপুর প্রকল্পের যন্ত্রাংশ পাঠাল রাশিয়া
উত্তরাঞ্চল
রূপপুর প্রকল্পের যন্ত্রাংশ পাঠাল রাশিয়া
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকল্প সূত্র জানায়, অভ্যন্তরীণ যন্ত্রাংশের মধ্যে রয়েছে ১১ মিটার কোর ব্যারেল, কোর বাফেল এবং প্রোটেক্টিভ টিউব ইউনিট। এই অভ্যন্তরীণ যন্ত্রাংশের ওজন ২১০ টনের অধিক। এইএম-টেকনোলজির ভল্কেগ্দাদনস্ক শাখা থেকে এটিকে সড়কপথে নভরোসিস্ক বন্দরে নেওয়া হয়। সেখান থেকে জলপথে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে। এই জলপথটি হবে প্রায় ১৪,০০০ কিলোমিটার দীর্ঘ।