প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
জানা যায়, উপজেলার তালম ইউনিয়নের গোন্তা আলিম মাদ্রাসার অধ্যক্ষ তালেবুর রেজা মো. আব্দুল মান্নান কামিল পাস করার আগেই ওই প্রতিষ্ঠানে সুপার পদে যোগদান করে এমপিওভুক্ত হন। পরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হন তিনি। ত্রুটিপূর্ণ শিক্ষা সনদ দিয়েই সরকারি বেতন-ভাতা উত্তোলন করছেন।
তবে বরখাস্ত হওয়া অধ্যক্ষ তালেবুর রেজা মো. আব্দুল মান্নান বলেন, গভর্নিং বডির সভাপতি আবুল বাশারের কথামতো নিয়োগ না দেওয়ায় আমাকে হয়রানি করা হচ্ছে।