প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১
ঠাকুরগাঁও প্রতিনিধি
চাষিরা বলেন, ঠাকুরগাঁওয়ে বিএডিসি অধিক বীজ উৎপাদন কেন্দ্র, কন্ট্রাক গ্রোয়ার্স ও আপৎকালীন বীজ মজুদ কেন্দ্র- তিনটি জোনের আওতায় পাঁচ শতাধিক চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ধান, গম ও ভুট্টার বীজ উৎপাদন করে থাকে। বিএডিসি সেই বীজ চাষিদের কাছ থেকে সংগ্রহ করে। এবার বিএডিসি বীজ সংগ্রহ মূল্য ৩৯ টাকা নির্ধারণ করেছে। এতে তারা লোকশানের মুখে পড়বেন। এ কারণে কেজিতে ছয় টাকা বৃদ্ধি অথবা ধান বীজ ফেরতের দাবি জানিয়েছেন তারা। দাম না বাড়ালে তারা বীজ উৎপাদন বন্ধ রাখবে বলে জানান।