প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
গাইবান্ধা প্রতিনিধি
সাংবাদিক আরিফুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক ও সাধারণ সম্পাদক আবু
জাফর সাবু। বক্তব্য দেন ওয়াজিউর রহমান রাফেল, অধ্যাপক মমতাজুর রহমান বাবু, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, বাবলু সরকার, অঞ্জলি রানী দেবী, সুরুজ হক লিটন, আসাদুল হাবীব সুজন, সংবর্ধিত
ঋতু আকতারের বাবা হোসেন
আলী, মা লিপি বেগম প্রমুখ। পরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ঋতু আকতারকে ক্রেস্ট ও মানপত্র দেওয়া হয়।
এ ছাড়া গাইবান্ধা গণ উন্নয়ন কেন্দ্র, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা, পদক্ষেপ, মেঘদূত, গাইবান্ধা ফটো অ্যান্ড ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কর্মজীবী নারী পরিষদ, জলবায়ু পরিষদ, সুরঝংকার, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি, অন্তরঙ্গ থিয়েটার ও গাইবান্ধা জেলা মানবাধিকার কমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
ঋতু আকতার বিকেএসপিতে ক্রিকেট প্রশিক্ষক হিসেবে যোগদান করেন। পরে সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় ৪৪তম জাতীয় অ্যাথলেটিকসে হাইজাম্প ইভেন্টে অংশ নিয়ে রেকর্ড গড়তে সক্ষম হন।