প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
বগুড়া ব্যুরো
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। ফোরকান ফুলতলা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
সোমবার সকালে বালু ব্যবসাকে কেন্দ্র করে সুমন ও মানিক নামে দুই যুবককে মারধর করে ফোরকান ও তার লোকেরা। এ ঘটনার জের ধরে বিকেলে ফুলতলা বাজারে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ফোরকানের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।