- উত্তরাঞ্চল
- গৃহবধূ হত্যা মামলায় স্বামী ও শ্বশুর আটক
উত্তরাঞ্চল
গৃহবধূ হত্যা মামলায় স্বামী ও শ্বশুর আটক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
জড়িত থাকার অভিযোগে স্বামী ও শ্বশুরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার রাতে সদর মডেল থানায় হত্যা মামলা দায়েরের পরপরই পৃথক অভিযানে স্বামী জোহরুল ইসলাম ও শ্বশুর খাইরুল ইসলামকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদরের পালশা গ্রামে পারিবারিক কলহের জেরে সোমবার বিকেলে জোহরুল স্ত্রী মিলি বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় সদর মডেল থানায় হত্যা মামলা করা হয়। মামলার পর পৃথক অভিযানে খাইরুল এবং জোহরুলকে আটক করা হয়।