- উত্তরাঞ্চল
- মেডিকেলে চান্স পেয়েও শাহিনুরের ভর্তি অনিশ্চিত
উত্তরাঞ্চল
মেডিকেলে চান্স পেয়েও শাহিনুরের ভর্তি অনিশ্চিত
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি |
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১
উল্লাপাড়া উপজেলার পাটধারী গ্রামে শাহিনুরের বাড়ি। উল্লাপাড়ার পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় থেকে জেএসএসি ও এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছেন। এরপর সরকারি আকবর আলী কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। এত ভালো ফল করেও মেধাবী এই শিক্ষার্থীর এখন মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় অর্থের কোনো সংস্থান নেই।
শাহিনুর জানান, মেডিকেল কলেজে ভর্তি হতেও অনেক অর্থের প্রয়োজন। এরপর রয়েছে পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়টি। সবকিছু মিলিয়ে অনিশ্চয়তার মধ্য দিয়ে এখন দিন কাটছে শাহিনুর রহমানের।
মন্তব্য করুন