সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন শহীদ জামিল ব্রিগেডের প্রধান উপদেষ্টা ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশা।
জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশিষ প্রামাণিক দেবু বলেন, ব্রিগেডের উদ্যোগে তিনটি অ্যাম্বুলেন্স, অক্সিজেন, ডাক্তারি পরামর্শ, মাস্ক বিতরণ, খাদ্য ও ওষুধ সরবরাহ, টিকা রেজিস্ট্রেশনসহ বিভিন্ন সেবা বিনামূল্যে নিশ্চিত করা হয়েছে।
ব্রিগেডের প্রধান উপদেষ্টা ও রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, জামিল ব্রিগেডের সাহসী তরুণরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করে মানুষের পাশে দাঁড়াতে সব সময় প্রস্তুত।
বিষয় : জামিল ব্রিগেড
মন্তব্য করুন