চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি |
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২২ । ০০:০০
প্রকাশ: ১৬ জানুয়ারি ২২ । ০০:০০উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩২ জন, সংরক্ষিত সদস্য পদে ৬৯ এবং সাধারণ ইউপি সদস্য পদের বিপরীতে ১৯০ জন প্রার্থী তাদের প্রতীক বরাদ্দ পান।
তাদের মধ্যে রমনা মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী হলেন- আজগার আলী সরকার (নৌকা) গাজী মোহাম্মদ শিবলী আকন্দ (চশমা), হাবিবুর রহমান (আনারস), নূর আলম (টেবিল ফ্যান), গোলাম আশেক আকা (মোটরসাইকেল), নূর-ই-ইলাহী তুহিন (ঘোড়া), রাশেদুল ইসলাম রাসেদ (হাতপাখা), ওবাইদুল হক হিরু (টেলিফোন), জোবাইদুল ইসলাম সুইট (অটোরিকশা)। এ ছাড়া ১৪ জন সংরক্ষিত সদস্য এবং ৫৬ জন সাধারণ সদস্য প্রতীক পান।
থানাহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থীর মধ্যে রয়েছেন- আব্দুর রাজ্জাক মিলন (নৌকা), হালিমুজ্জামান বাবলু (আনারস), হুমায়ুন কবির (মোটরসাইকেল), রেজাউল কবির (চশমা), মহিউদ্দিন আহমেদ (টেলিফোন)। এ ছাড়া ১৮ জন সংরক্ষিত সদস্য এবং ৫৪ জন সাধারণ সদস্য পদে তাদের পছন্দের প্রতীক বরাদ্দ পান।
অষ্টমীরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন- আবু তালেব ফকির (নৌকা), সোহরাব হোসেন (আনারস), নজরুল ইসলাম-১ (ঘোড়া), নজরুল ইসলাম-২ (চশমা)। এ ছাড়া ১০ জন সংরক্ষিত সদস্য এবং ২৮ জন সাধারণ সদস্য তাদের প্রতীক বরাদ্দ পান।
চিলমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে আছেন গয়ছল হক মণ্ডল (নৌকা), আমিনুল ইসলাম (চশমা), রিয়াজুল হক যোদ্দার (আনারস)। এ ছাড়া ১২ জন সংরক্ষিত সদস্য এবং ২৩ জন সাধারণ সদস্য তাদের পছন্দের নানা প্রতীক বরাদ্দ পান।
রানীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ প্রার্থীর হলেন- মঞ্জুরুল ইসলাম মঞ্জু (নৌকা), আতিকুর রহমান (অটোরিকশা), আব্দুল করিম (মোটরসাইকেল), সাজেদুল ইসলাম দারোগা (আনারস), সাঈদী হাসান মিঠু (টেলিফোন), জাহানারা বেগম (ঘোড়া), শিমুল মণ্ডল (চশমা)। এ ছাড়া ১৫ জন সংরক্ষিত সদস্য এবং ২৯ জন সাধারণ সদস্য প্রতীক বরাদ্দ পান।
আগামী ৩১ জানুয়ারি উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গ্রহণের মধ্য দিয়ে প্রার্থীদের ভাগ্য নির্বাচিত হবে।
বিষয় : ইউপি নির্বাচন
মন্তব্য করুন