- উত্তরাঞ্চল
- ধসে পড়েছে নির্মাণাধীন মডেল মসজিদের গ্রেডবিম
উত্তরাঞ্চল
ধসে পড়েছে নির্মাণাধীন মডেল মসজিদের গ্রেডবিম

নন্দীগ্রামে ধসেপড়া নির্মাণাধীন মডেল মসজিদের গ্রেডবিম- সমকাল
জানা গেছে, সরকারের প্রতি উপজেলায় একটি করে নান্দনিক মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বরে মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু করা হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে শেরপুরের এমএম এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে এর কার্যাদেশ দেওয়া হয়। আগামী মাসেই নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। হঠাৎ করে দু'দিন আগে থেকে মসজিদের এক পাশের গ্রেডবিমে ধস শুরু হয়।
স্থানীয় উপজেলা প্রকৌশলী জানান, পুকুর ঘেঁষে মসজিদ তৈরি করায় ন্যাচারালি সাপোর্ট না থাকায় গোড়া থেকে মাটি ধসে যাচ্ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান এম আর এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার সারোয়ার রহমান মিন্টুর সঙ্গে টেলিফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
গণপূর্ত বিভাগ বগুড়ার উপসহকারী প্রকৌশলী রবিউল আলম বলেন, বেজমেন্ট থেকে মাটি ধসে গেলেও তেমন কোনো ক্ষতি হবে না। পাইলিং করা হলে মসজিদের আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না।
বিষয় : বগুড়া
মন্তব্য করুন