- আন্তর্জাতিক
- লিবিয়া উপকূলে ডিঙি উল্টে দুই শরণার্থীর মৃত্যু
আন্তর্জাতিক
লিবিয়া উপকূলে ডিঙি উল্টে দুই শরণার্থীর মৃত্যু
প্রকাশ: ০৪ জুন ২০১৯
সমকাল ডেস্ক
লিবীয় কোস্টগার্ডের টহলবোট ওই উপকূলের কারাবুলি শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ৭৩ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে বলে মুখপাত্র আইয়ুব কাসেম জানান। সেখানে থেকে একজন নারী ও একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
উদ্ধার পাওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৪০ জন পুরুষ, ২৫ জন নারী ও আটজন শিশু রয়েছে। তারা সুদান, কেনিয়া, আইভরি কোস্ট ও নাইজেরিয়ার নাগরিক। জাতিসংঘের অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যানুযায়ী, গত বছর দুই হাজার ২৯৭ জন অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিচ্ছে মানবপাচারকারীরা।
লিবিয়ার পশ্চিম উপকূলকে ইউরোপমুখী মানবপাচারের প্রধান রুটে পরিণত করেছে তারা।