- আন্তর্জাতিক
- বিশাল বিনিয়োগ চুক্তির দ্বারপ্রান্তে চীন-ইইউ
আন্তর্জাতিক
বিশাল বিনিয়োগ চুক্তির দ্বারপ্রান্তে চীন-ইইউ
এই চুক্তি কার্যকর হলে ইউরোপীয় কোম্পানিগুলো চীনের বাজারে অধিকতর প্রবেশাধিকার এবং প্রতিযোগিতার ক্ষেত্রে আগের তুলনায় বেশি সুবিধা পাবে। ইইউ-চীন বিনিয়োগ চুক্তি নিয়ে দু'পক্ষের মধ্যে ২০১৪ সাল থেকে আলোচনা শুরু হলেও বেশকিছু বিষয় নিয়ে মতপার্থক্যে তা কয়েক বছর থমকে ছিল।
ইইউ কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য উত্তেজনার কারণেই সম্ভবত বেইজিং ইইউর সঙ্গে বিনিয়োগ চুক্তি নিয়ে তার অবস্থান বদলিয়েছে। যে কারণে আলোচনায়ও ব্যাপক অগ্রগতি হয়েছে। ২৪ ডিসেম্বর যুক্তরাজ্যের সঙ্গে ইইউর ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তির ঘোষণার রেশ কাটতে না কাটতেই চীনের সঙ্গে ইউরোপের ২৭ দেশের জোটের এ 'বড় চুক্তি' হতে যাচ্ছে।
মন্তব্য করুন