প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২১
সমকাল ডেস্ক
একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে তার প্রথম দিনের কর্মসূচির মধ্যে থাকে একটি নাতিদীর্ঘ বক্তব্য, যা কিছুটা স্বল্প বোধগম্য, বিদ্রূপাত্ত্বক এবং সাংবিধানিক ভূমিকার বাইরে গিয়ে কিছু কথা বলা। দীর্ঘ সময় ধরে এ রীতিই চলে আসছে যুক্তরাষ্ট্রে। দেশটির ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার মিলার সেন্টারের প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক বারবারা পেরি বলেন, ভাইস প্রেসিডেন্টের ভূমিকা হলো প্রেসিডেন্টের খুবই কাছাকাছি এবং নিবিড়ভাবে অবস্থান করা। প্রেসিডেন্টের মৃত্যু কিংবা গুরুতর অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সার্বক্ষণিক তার পাশে থাকা এবং নির্দেশনার জন্য অপেক্ষা করা। বিংশ শতাব্দীর গোড়ার দিকে এক ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন, 'প্রতিদিন আমি হোয়াইট হাউসের দরজায় কড়া নাড়ি এবং প্রেসিডেন্টের জবাবের জন্য অপেক্ষা করি।'
ভাইস প্রেসিডেন্টে হিসেবে কমলা হ্যারিস তার নিজের মতো করেই প্রথম দিনের কর্মসূচি সম্পন্ন করেছেন। তিনি সকালে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল প্রার্থনা সভায় অংশ নেওয়ার পর গুরুত্বপূর্ণ সব বৈঠকে অংশ নিয়েছেন, নতুন বসের কর্মসূচি সাজাতে সাহায্য করেছেন যেন বুধবার স্বাক্ষর করা প্রেসিডেন্টের ১৫টি নির্বাহী আদেশ সফল হয়। একই সঙ্গে তিনি দৈনিক গোয়েন্দা ব্রিফিং গ্রহণ করেছেন। এর আগে তিনি নিজের সিনেটর পদ থেকে পদত্যাগ করেন। পরে তিনি ওয়াশিংটনের উত্তর-পশ্চিমাঞ্চলে সরকারি বাসভবনে উঠবেন। একই সঙ্গে তিনি এয়ার ফোর্স-২-এ প্রবেশাধিকার, একটি বোয়িং-৭৫৭ এবং সার্বক্ষণিক নিরাপত্তা পাবেন।