প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১
সমকাল ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে ল্যারি কিংয়ের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘ ৬৩ বছর ধরে রেডিও, টেলিভিশন, ডিজিটাল মিডিয়াসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ল্যারি কিং হাজারো সাক্ষাৎকার নিয়েছেন। পেয়েছেন অসংখ্য পুরস্কার। ল্যারির অনন্য অর্জন তাকে সম্প্রচার মাধ্যমের দিকপাল হিসেবে স্বীকৃতি দিয়েছে। তার উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে পিবডি ও এমি অ্যাওয়ার্ড।
সত্তরের দশকে ল্যারি কিং বাণিজ্যিক নেটওয়ার্ক 'মিউচুয়াল ব্রডকাস্টিং সিস্টেম'-এ রেডিও অনুষ্ঠান 'দ্য ল্যারি কিং শো' করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ১৯৮৫ থেকে ২০১০ সালের মধ্যে 'ল্যারি কিং লাইভ অন সিএনএন' নামের অনুষ্ঠান উপস্থাপনা করেন। রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, বিনোদন জগতের তারকা, ষড়যন্ত্রতত্ত্বের প্রবক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনের সাক্ষাৎকার নিয়েছেন তিনি।