- আন্তর্জাতিক
- মাস্ক না পরায় তরুণরা সংক্রমিত হচ্ছে :ফাউচি
আন্তর্জাতিক
মাস্ক না পরায় তরুণরা সংক্রমিত হচ্ছে :ফাউচি
ফাউচি বলেন, বয়স্ক ব্যক্তিদের অনেকেই টিকা নিয়েছেন। ফলে আপনি যখন পুরো জনসংখ্যার দিকে তাকান, তখন দেখতে পাবেন, অল্প বয়স্ক ব্যক্তিদের চেয়ে বয়স্ক ব্যক্তিরা তুলনামূলকভাবে অধিক সুরক্ষিত। অন্যদিকে, ডে-কেয়ার সেন্টার এবং স্কুলগুলোর স্পোর্টিং ইভেন্ট থেকেও সংক্রমণ ঘটছে। এ টিমগুলোর তরুণ সদস্যরা নিয়মিত মাস্ক পরছে না।
আমি মনে করি, এসব কারণেই তরুণদের মধ্যে সংক্রমণ বাড়ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের এই পরিচালক বলেন, দেশটির ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সীদের মধ্যে ৭৫ শতাংশই টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন, যা তাদের সুরক্ষা দিচ্ছে।
আরও পড়ুন
মন্তব্য করুন