- আন্তর্জাতিক
- জর্ডানের বাদশাহকে সমর্থন যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক
জর্ডানের বাদশাহকে সমর্থন যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, 'প্রেসিডেন্ট বাইডেন ফোনালাপকালে জর্ডানের প্রতি ওয়াশিংটনের জোরালো সমর্থন ব্যক্ত করেন। এ সময় যুক্তরাষ্ট্র ও এ অঞ্চলের বিষয়ে বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর নেতৃত্বের ব্যাপারে গুরুত্বারোপ করেন তিনি।' হোয়াইট হাউসের কর্মকর্তারা ওই বিবৃতিতে আরও বলেন, 'টেলিফোনালাপে জর্ডান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক, এ অঞ্চলে জর্ডানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন দুই দেশের শীর্ষ নেতারা।' সম্প্রতি বাদশাহর সৎভাই রাজপুত্র হামজা এক ভিডিও বার্তায় দাবি করেন, দেশটির সেনাবাহিনী তাকে গৃহবন্দি করেছে।
আরও পড়ুন
মন্তব্য করুন