- আন্তর্জাতিক
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা শক্তিশালী করায় যুক্তরাষ্ট্রের 'না'
আন্তর্জাতিক
বিশ্ব স্বাস্থ্য সংস্থা শক্তিশালী করায় যুক্তরাষ্ট্রের 'না'
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব সদস্য দেশের বার্ষিক অনুদানের পরিমাণ বাড়িয়ে টেকসই অর্থায়নের প্রস্তাবনা তৈরি করেছে এর কার্যনির্বাহী কর্তৃপক্ষ। এটি ৪ জানুয়ারি প্রকাশ করে সংস্থাটি। করোনা মহামারি শুরুর পর তা প্রতিরোধে এ সংস্থার সক্ষমতার সীমাবদ্ধতা তুলে এ সংস্কারের পরিকল্পনা করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এ সংস্কারের বিরোধিতা করেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, চীন থেকে আসা ভবিষ্যৎ হুমকিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোকাবিলার সক্ষমতা নিয়ে উদ্বেগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউরোপীয় চার কর্মকর্তা নিশ্চিত করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে শক্তিশালী করার বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিষয় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মন্তব্য করুন