ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

মিল্টন সমাদ্দার

মিল্টন সমাদ্দার

‘আমার পাগল ছেড়াডারে কাডাকুডি কুইর‌্যা ভিত্তের সব নিছে গা’

অন্য সবার মতোই স্বাভাবিক ছিলেন সেলিম। বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরিও করতেন। চৌদ্দ বছর আগে হঠাৎ মানসিকভাবে অসুস্থ হয়ে অসংলগ্ন আচরণ শুরু করেন। এরপর বাড়িতেই থাকতেন। মাস ছয়েক আগে হঠাৎ নিখোঁজ হয়ে যান। অনেক জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান মিলছিল না। কিন্তু ঢাকায় মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে পরিবার শনাক্ত করে সেলিমকে। ঢাকায় গিয়ে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয় তাকে। কিন্তু সেলিমের পেটে বড় কাটা দাগ নিয়ে নানা সন্দেহ দেখা দিয়েছে। কারণ মানসিকভাবে অসুস্থ হলেও শরীরে কোনো কাটা দাগ ছিল না সেলিমের। পরিবারের ধারণা, সেলিমের পেট কেটে কিডনি বা অন্য কোনো অর্গান শরীর থেকে খুলে নেওয়া হয়েছে। 

আপডেটঃ ১১ মে ২০২৪ | ২১:৫১
‘আমার পাগল ছেড়াডারে কাডাকুডি কুইর‌্যা ভিত্তের সব নিছে গা’

সর্বশেষ