করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। ঘরবন্দি জনজীবন। করোনার সংক্রমণ ঠেকাতে দেশের অধিকাংশ জেলাতেই চলছে লকডাউন। জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে যাওয়ায় চলছে নিষেধাজ্ঞা। পাশাপাশি করোনার কারণে অধিকাংশ ডাক্তার বন্ধ রেখেছেন ব্যক্তিগত চেম্বার। হাসপাতালগুলোতেও ঠিকঠাক মিলছে না জরুরি স্বাস্থ্যসেবা। এ পরিস্থিতিতে নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি অন্যদের নিরাপদ রাখতে ঘরে বসেই পেতে পারেন চিকিৎসাসেবা




করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সঙ্গরোধের ওপর জোর দিয়েছে সরকার। খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়ায় রয়েছে কড়া নিষেধাজ্ঞা। ঠান্ডা, সর্দি, জ্বর সংক্রান্ত রোগীদেরও ডাক্তার দেখাতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে। অনেকে আবার করোনা আতঙ্কে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে যেতে নারাজ। এ সমস্যার সমাধানে আপনার জন্য কাঙ্ক্ষিত হতে পারে ডিজিটাল চিকিৎসাসেবা। টেলিফোনে ও ভিডিও কনফারেন্সে বিনামূল্যে ক্ষেত্রবিশেষে স্বল্পমূল্যে মিলছে স্বাস্থ্যসেবা।

স্বাস্থ্য বাতায়ন

যে কোনো ধরনের স্বাস্থ্যসেবা দিতে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরিচালিত হচ্ছে 'স্বাস্থ্য বাতায়ন' শীর্ষক সেবা। এই সেবার আওতায় ১৬২৬৩ নম্বরে কল করলে ০ চাপলে ডাক্তারের সঙ্গে সরাসরি কথা বলা যাবে। সপ্তাহের সাত দিন এবং চব্বিশ ঘণ্টাই চালু রয়েছে সেবাটি। এ ছাড়া কোনো সেবা বা হাসপাতাল সম্পর্কে অভিযোগও এখানে জানানো যায়। সিনেসিস আইটি লিমিটেড নামে একটি মোবাইল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্বাস্থ্য বাতায়নের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। এই সেবা নিতে শুধু আপনার ফোনকলের টাকাটিই কাটবে। ওয়েব ঠিকানা : 16263.dghs.gov.bd

অলঅয়েল ডিজিটাল হাসপাতাল

অলওয়েল ফিনল্যান্ডভিত্তিক স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান। প্রযুক্তির মাধ্যমে ডাক্তাররা অল্প সময়েই রোগীর বাসায় গিয়ে চিকিৎসা দিয়ে থাকেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠানটি ফোনকল এবং ভিডিওকলের মাধ্যমে রোগী দেখার কার্যক্রম চালু করেছে। এ ছাড়া পার্টনার নেটওয়ার্কের মাধ্যমে বাসা থেকে নমুনা (রক্ত, মূত্র ইত্যাদি) সংগ্রহ এবং টেস্টের রেজাল্টও দিচ্ছে প্রতিষ্ঠানটি। কেউ চাইলে বাসায় ওষুধ ও ডায়াবেটিক সামগ্রী পৌঁছে দেয় প্রতিষ্ঠানটি। সন্দেহজনক করোনা রোগী চিকিৎসা পরামর্শও দিচ্ছে তারা। অলওয়েল থেকে চিকিৎসক পেতে ০৯৬৬৬৭৬৬০০০ নম্বরে ফোন করতে হবে। ওয়েব ঠিকানা : olwel.com

সার্বক্ষণিক করোনা ইমারজেন্সি

করোনা আক্রান্তদের শনাক্ত এবং সেবা দিতে ২৫ জন বিশেষজ্ঞ ডাক্তার সমন্বয়ে করা হয়েছে ইমারজেন্সি রেসপন্স টিম। কারও করোনার কোনো উপসর্গ দেখা দিলেই যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে। এ ছাড়া যে কোনো ধরনের রোগের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে আসছে এই টিম। যার মধ্যে রয়েছে মেডিসিন, সার্জারি, হৃদরোগ, নাক-কান গলা, চক্ষু, গাইনি, শিশু প্রভৃতি। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সেবা দিয়ে থাকে ফেসবুক এই গ্রুপটি। তাদের ফেসবুক পেজে রয়েছে অনেক ফোন নম্বর। যে কোনো একটিতে ফোন দিয়ে নিতে পারেন বিনামূল্যে চিকিৎসাসেবা। বিস্তারিত: m.me/114794496833473

বেস্টএইড

নারীদের মাতৃজনিত অনেক সমস্যা সমাধানে বিশেষ পরামর্শ দিয়ে আসছে বেস্টএইড। এখানে স্বাস্থ্যগত যে কোনো সমস্যার সমাধান মিলবে একদম বিনামূল্যে। তাদের ফেসবুক পেজে ইনবক্স করলেই মিলবে সমাধান। এ ছাড়া রয়েছেন ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ ডাক্তার। তবে অনলাইনে কনসালট্যান্সি নিতে ০১৫৩৩৪৪৩১১৮ নম্বরে যোগাযোগ করতে হবে। এ ছাড়া অন্যান্য সেবার মধ্যে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কনসালট্যান্সি, ই-প্রেসশক্রিপশন প্রদান, অ্যাম্বুলেন্স সার্ভিস, ওষুধ ডেলিভারি সেবা এবং প্রয়োজন অনুযায়ী হোম ডক্টর সার্ভিস। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সমস্ত প্রাথমিক চিকিৎসা থাকবে বিনামূল্যে। ওয়েব ঠিকানা : bestaidbd.com

টনিক

টনিক গ্রামীণফোনের গ্রাহকদের জন্য একটি ডিজিটাল স্বাস্থ্যসেবা। শারীরিক যে কোনো সমস্যা হলে ঘরে বসেই পরামর্শ মেলে অভিজ্ঞ ডাক্তারদের। তাদের রয়েছে বিশ হাজার অভিজ্ঞ ডাক্তার, যারা রোগীদের অনলাইনে পরামর্শ ও এসএমএস প্রেসক্রিপশন দেন। তাদের অন্যান্য সেবার মধ্যে রয়েছে ডক্টর ভিডিও কল, ডক্টর চ্যাট, মেডিসিন অর্ডার, ডায়াগনস্টিক টেস্ট এবং হেলথ ডিভাইস অর্ডারের সুবিধা। ওয়েব ঠিকানা : mytonic.com

থাইরোকেয়ার বাংলাদেশ

করোনা আতঙ্কে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে টেস্ট করানো এখন ঝুঁকির ব্যাপার। তাই বলে কি পরীক্ষা না করিয়ে ঘরে বসে থাকা যায়? এই সমস্যার অনেকটাই সমাধান দিতে আছে থাইরোকেয়ার। প্রতিষ্ঠানটি বাসা থেকেই টেস্টের প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে নিয়ে যাবে। এ ছাড়া রয়েছে তাদের টেলি মেডিসিন সার্ভিস। রক্ত পরীক্ষা, হোম কালেকশন সার্ভিস এবং ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে কল করতে হবে। ফোন নম্বর-০৯৬৬৬৭৩৭৩৭৩। ঠিকানা : : thyrocarebd.com

পালস হেলথকেয়ার সার্ভিসেস

২৪ ঘণ্টা কল সেন্টারের মাধ্যমে ডাক্তারের পরামর্শ মিলবে। এ ছাড়া অন্যান্য সুবিধার মধ্যে থাকছে পুষ্টিবিদের পরামর্শ, বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে ভিডিও কল বা চ্যাট করার সুবিধা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী মিলবে প্রেসক্রিপশন। যে কোনো মেডিকেল ফাইল বা টেস্ট রেজাল্ট চলমান ডাক্তারের সঙ্গে কন্সালটেশনের সময় সরাসরি শেয়ার করার সুযোগ। সর্বনিম্ন সাধারণ ডাক্তারের ফি ১০০ টাকা থেকে শুরু। বিশেষজ্ঞ ডাক্তারের ফি ৩০০ টাকা থেকে শুরু। ওয়েব ঠিকানা : mypulse.com.bd

মায়া আপা

স্বাস্থ্যসেবাকে হাতের মুঠোয় নিয়ে এসেছে মায়া। মায়া অ্যাপ ইনস্টল করে প্রতিদিনের সুস্থতা নিশ্চিত করা যাবে এখানেই। মায়াতে রয়েছেন শতাধিক ডাক্তার এবং মনোরোগ বিশেষজ্ঞ। যেখানে আপনার শারীরিক, মানসিক, রূপচর্চা এবং লাইফস্টাইলবিষয়ক সমস্যায় পরিচয় গোপন রেখে বিনামূল্যে পরামর্শ নেওয়া যাবে। রয়েছে প্রতিদিন সুস্থ থাকার নানা টিপস। স্বল্পমূল্যে প্রেসক্রিপশন প্যাকেজ নিয়ে ডাক্তারের সঙ্গে সরাসরি কথা বলারও সুযোগ রয়েছে। ওয়েব ঠিকানা: maya.com.bd

মাম্‌স ইসস্টিটিউট অব ফিস্টুলা অ্যান্ড ওমেনস হেল

করোনা মাহামারির এই সময়ে নারীরা ঘরে বসেই গাইনি ও প্রসূতিবিষয়ক যে কোনো সমস্যা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সেবা পেতে পারেন। এক্ষেত্রে ভিডিও কল বা চ্যাটের সুযোগ রয়েছে। ডাক্তারি সেবা বা পরামর্শ মিলবে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা। ওয়েব ঠিকানা : mifwoh.org

ডাক্তার দেখাও

শারীরিক অসুস্থতা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, বয়স্ক ও মাতৃকালীন স্বাস্থ্যসেবা, নবজাতকের যত্নসহ যে কোনো পরামর্শের জন্য ভিডিও কলের মাধ্যমে কথা বলা যাবে চিকিৎসকদের সঙ্গে। স্বাস্থ্যকর খাবার থেকে শুরু করে প্রতিরোধমূলক স্ট্ক্রিনিং টেস্ট, সব ধরনের সহযোগিতা পাবেন তাদের অ্যাপের মাধ্যমেই। ডাক্তারের সঙ্গে ভিডিও কল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপে মিলবে ব্যবস্থাপত্র। ঠিকানা : doctordekhao.com.bd

ডক্টরোলা : মেসেঞ্জার ও অনলাইন চ্যাটের মাধ্যমে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করছে প্রতিষ্ঠানটি। বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে বাসা থেকে রক্ত ও প্যাথলজি স্যাম্পল কালেকশন ও রিপোর্ট ডেলিভারি সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি। ১৬৪৮৪ নম্বরে কল করে পাওয়া যাবে ই-স্বাস্থ্য, সিনিয়র সিটিজেন কেয়ার, পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি কেয়ার, বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, হোম স্যাম্পল কালেকশন, মেডিসিন হোম ডেলিভারি এবং ইমারজেন্সি ইনফরমেশন সেবা। মেসেঞ্জার বট :  m.me/doctorolafans

যত্ন

ঘরে বসেই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ দিয়ে আসছে যত্ন নামের প্রতিষ্ঠানটি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টার মধ্যে কল করে পেতে পারেন বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ওয়েব ঠিকানা :www.jotno.net

মন্তব্য করুন