এই এলো শীত
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯
জুনাইরা মাহদিয়া
পরীক্ষা শেষ। ছুটি হলো স্কুল। এই সময়টায় আম্মু আমাকে দাদু বাড়ি নিয়ে যায়। আমরা গ্রামে কুয়াশা দেখি। আগুন পোহাই! খেজুরের রস খাই। বাবা ছুটি পায় না। ফোন করে খবর নেয়। বলে, 'ওমা, তুমি আমার গাছগুলো দেখেছো?'
আমি বলি, দেখেছি দেখেছি। তোমার গাছে অনেক পাতা। তবে পাতাগুলো হয়তো কিছুদিন পর ঝরে যাবে। বাবা বলে, 'ঝরলেও আবার নতুন পাতা আসবে গাছে।'
মাও বলে, বাবার গাছে নতুন পাতা আসবে। গ্রামে নতুন ধান আসে। সেই ধান নিয়ে সবাই মজা করে। আমি দাদুর সঙ্গে ঘুরে ঘুরে এসব দেখি। গ্রামের শীত আমার ভালো লাগে। এই সময়ের ছুটিটাও। ঈদের ছুটির চেয়েও বেশি ভালো লাগে আমার।
হ বয়স : ১+২+৩+৪ বছর; চতুর্থ শ্রেণি, স্কলাস্টিকা স্কুল, উত্তরা, ঢাকা
আমি বলি, দেখেছি দেখেছি। তোমার গাছে অনেক পাতা। তবে পাতাগুলো হয়তো কিছুদিন পর ঝরে যাবে। বাবা বলে, 'ঝরলেও আবার নতুন পাতা আসবে গাছে।'
মাও বলে, বাবার গাছে নতুন পাতা আসবে। গ্রামে নতুন ধান আসে। সেই ধান নিয়ে সবাই মজা করে। আমি দাদুর সঙ্গে ঘুরে ঘুরে এসব দেখি। গ্রামের শীত আমার ভালো লাগে। এই সময়ের ছুটিটাও। ঈদের ছুটির চেয়েও বেশি ভালো লাগে আমার।
হ বয়স : ১+২+৩+৪ বছর; চতুর্থ শ্রেণি, স্কলাস্টিকা স্কুল, উত্তরা, ঢাকা