গল্প বুড়ো গল্প বুড়ো
গল্প শোনাও গল্প
একটা গল্প শোনাও আমায়
বেশি না হয় অল্প।

গল্প বুড়ো গল্প বুড়ো
তুমি আমার দাদু
ভালো করে শিখিয়ে দাও
রাঙা পরীর জাদু।

গল্প বুড়ো গল্প বুড়ো
মেজাজ কেন চড়া;
তুমি দাদু জানো নাকি
দেওদানবের ছড়া?

মন্তব্য করুন