ভনভন টনটন
করে শুধু মাথা
রাগ করে কে ফেললো
ড্রয়িং এর খাতা?

বলি শোনো ফেললো কে-
নাম তার আঁখি
আঁকতে সে ভালোবাসে
হাতি আর পাখি।

রাগ কেন করলো সে
বলা আছে বাকি
ঘোড়াটোড়া আঁকতে
বলেছিলো কাকি।

এ দুটির ভেতরে সে
ঘোড়াটাকে চেনে
টোড়া আঁকতে গিয়ে তার
চাপ পড়ে ব্রেনে।

তাই তো সে রাগ করে
ফেলে দিলো খাতা
টনটন করে তার
ধরেছিল মাথা।

মন্তব্য করুন